ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ফিরোজা বেগম স্মৃতি পদক পাচ্ছেন দুই বরেণ্য শিল্পী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
ফিরোজা বেগম স্মৃতি পদক পাচ্ছেন দুই বরেণ্য শিল্পী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ফিরোজা বেগম স্বর্ণপদক পাচ্ছেন বরেণ্য শিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী।

মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ২৭ জুলাই ২০২২ বুধবার বিকাল সাড়ে ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে বাংলাদেশের বরেণ্য সংগীত শিল্পী ফেরদৌসী রহমান এবং সৈয়দ আব্দুল হাদীকে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার প্রদান করা হবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২২
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।