ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

ডিভোর্সের জন্য দায়ী ব্যক্তির নাম জানালেন সামান্থা!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, জুলাই ৩, ২০২২
ডিভোর্সের জন্য দায়ী ব্যক্তির নাম জানালেন সামান্থা! সামান্থা রুথ প্রভু

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০২১ সালের অক্টোবরে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় তার।

কিন্তু কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে কিছুই জানাননি। কিন্তু এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি করণ জোহরের আলোচিত টক শো ‘কফি উইথ করণ’র নতুন সিজন শুরু হয়েছে। সেখানে একটি পর্বে অতিথি হয়েছেন সামান্থা। এই অনুষ্ঠানে প্রথমবার বিবাহবিচ্ছেদের বিষয়ে কথা বলেছেন তিনি।

শনিবার (০২ জুলাই) সামাজিকমাধ্যমে নতুন সিজনের প্রথম প্রোমো শেয়ার করেছেন প্রযোজক করণ। প্রোমোতেই নানা বিতর্কিত তথ্য উঠে এসেছে।

অনুষ্ঠানে বিচ্ছেদের কারণ হিসেবে সামান্থা দায়ী করেন উপস্থাপক করণকে। এই অভিনেত্রী বলেন, ‘তুমি অসুখী দাম্পত্যের কারণ। তুমি জীবনকে কেথ্রিজি’র মতো করে পর্দায় তুলে ধরো। অথচ বাস্তবে তা কেজিএফ। ’ তার এই বক্তব্য শোনা মাত্রই বাকরুদ্ধ হন উপস্থাপক।

চার বছরের সংসারে বিচ্ছেদের ঘোষণার সময় নাগা ও সামান্থা যৌথ বিবৃবি দিয়েছিলেন। সেখানে তারা জানিয়েছিলেন, আমাদের দু’জনের পথ চলা এখন থেকে আলাদা। গত দশকের সম্পর্কে আমরা আমাদের বন্ধুত্ব সম্পর্ককেই প্রাধান্য দিয়ে এসেছি। তবে এখন বিচ্ছেদ হলেও আমাদের মধ্যে বন্ধুত্ব থেকে যাবে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।