ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

বিনোদন

চারদিন প্রেম করেই বিয়ে করলেন সাবেক অভিনেত্রী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, মে ২৩, ২০২২
চারদিন প্রেম করেই বিয়ে করলেন সাবেক অভিনেত্রী!

মাত্র ৬ দিনের পরিচয়, দুই দিনের মাথায় প্রেম এরপরই প্রেমিককে হুট করে বিয়ে করলেন ঢালিউডের সাবেক অভিনেত্রী এমিয়া এমি।

রোববার (২২ মে) একটি কাজী অফিসে পরিচিত বন্ধুদের নিয়ে কুমিল্লার ছেলে ফাহিয়াজ শাহরুখের সঙ্গে ঘর বাঁধেন তিনি।

 

এ প্রসঙ্গে এমি বলেন, ‘আমার কিছু মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমেই তার সঙ্গে পরিচয়। পরে আমাদের দেখা হয় ৬ দিন আগে। তখন বলেছিলাম আমরা শুধু প্রেমটা করতে পারি, কিন্তু বিয়ে করব না। আমাদের প্রেম চলছিল। হঠাৎ গতকাল একটি রেস্টুরেন্টে দেখা হলে মাত্র ১৬ মিনিটের সিদ্ধান্তে রাত ৯টার দিকে আমাদের বিয়ে হয়। ’

তিনি আরো বলেন, ‘বিয়ের পরে আমার স্বামী ফাহিয়াজ শাহরুখ আমাকে বলেছে, সে জিতেছে। সিদ্ধান্তটা নিয়ে সে খুশি। ’

তিনি আরো জানান, তার স্বামী ফাহিয়াজ শাহরুখ পেশায় একজন প্রকৌশলী। তিনি দেশের বাইরে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি নিয়ে এসেছেন। ফাহিয়াজের গ্রামের বাড়ি কুমিল্লা হলেও তার বেড়ে ওঠা ঢাকায়।  

২০১৯ সালে আনিসুর রহমান মিলন ও বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘ডনগিরি’ সিনেমা অভিনয় করেন এমি। সিনেমাটি তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর অভিনয়কে বিদায় জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মে ২৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।