ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

বিনোদন

পরীমণির অসুস্থতার বিষয়ে কী জানালেন চয়নিকা চৌধুরী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
পরীমণির অসুস্থতার বিষয়ে কী জানালেন চয়নিকা চৌধুরী? চয়নিকা ও পরীমণি। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন।

রোববার (২৭ মার্চ) তিনি হাসপাতালে ভর্তি হন।

এ দিন শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পরিচালক চয়নিকা চৌধুরী ফেসবুকে জানান, ওর (পরীমণি) হিমোগ্লোবিন সেই লেভেলের লো এবং ব্লাড প্রেশারও ৮০/৬০। মাথা ঘুরে পড়ে গিয়েছিল ভয়ঙকর ভাবে। এখনো এভারকেয়ারে ভর্তি আছে সে। স্যালাইন চলছে। সঙ্গে অন্যান্য সব টেস্ট।

তিনি আরও বলেন, সবাই ওর জন্যে, ওদের জন্যে প্রার্থনা করবেন প্লিজ। বিকেল থেকে অনেক অনেক ফোন টেক্সট পেয়েছি, অনেক সাংবাদিক, শিল্পীরা কল করেছিলেন কিন্ত রিসিভ করতে পারিনি। তাই দুঃখিত।

হাসপাতালের এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, চিকিৎসার জন্য তার করোনার পরীক্ষা করা হয়েছে, তার রিপোর্ট রাত ৮টার সময় পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন, এরপর কেবিনে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়। এরপর ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। ২০২২ সালের ১০ জানুয়ারি পরীমণি ও শরিফুল রাজ তাদের বিয়ের খবর জানান সবাইকে। ওই সময়ই তারা জানান, পরীমণি মা হতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।