ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

তিন দিনে পবন কল্যাণের সিনেমার আয় ১০০ কোটি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, ফেব্রুয়ারি ২৮, ২০২২
তিন দিনে পবন কল্যাণের সিনেমার আয় ১০০ কোটি! পবন কল্যাণ

দক্ষিণ ভারতীয় সুপারস্টার পবন কল্যাণে নতুন সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র তিন দিনেই এটি আয় করে নিয়েছে ১০০ কোটি রুপি!

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পবনের ‘ভীমলা নায়ক’ সিনেমাটি তেলেগু রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে।

প্রথম দিনেই এটি ২৫ কোটি রুপি আয় করে নেয়। আর সিনেমাটি তিন দিনে আন্তর্জাতিক বাজার থেকে আয় করেছে ১০৮ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২৩ কোটি! 

করোনা ভাইরাসের আক্রমণ ও লকডাউনে ক্ষতিগ্রস্ত রাজ্যটির সিনেমা ইন্ডাস্ট্রিতে স্বস্তি এনে দিল সিনেমাটি।  

ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ জানান, ‘ভীমলা নায়ক’ বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলেছে। এরমধ্যে উত্তর আমেরিকা থেকে ১৫ কোটি, নিউজিল্যান্ড থেকে ১২ লাখ, অস্ট্রেলিয়া থেকে ১ দশমিক ৫৮ কোটি, ইংল্যান্ড থেকে ১ দশমিক ৪৮ কোটি রুপি ঘরে তুলতে পেরেছে পবনের সিনেমাটি।

মুক্তির প্রথম দিন দর্শক দারুণ সাড়া দিলে সিনেমাটিকে ব্লকবাস্টার ঘোষণা করে প্রযোজক। এরপর অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের নিয়ে আয়োজন করে সাকসেস পার্টির!

এটি মালায়লাম সুপারহিট সিনেমা ‘আয়াপ্পানুম কোশিয়ুম’র রিমেক। পবন ছাড়াও ‘ভীমলা নায়ক’-এ আরো অভিনয় করেছেন রানা দাগুবাতি, নিথ্যা মেনেন ও সম্যুক্ত মেনন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।