ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

বিনোদন

নিজের ‘ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট’ নিয়ে একি বললেন দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, ফেব্রুয়ারি ২৮, ২০২২
নিজের ‘ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট’ নিয়ে একি বললেন দীপিকা! দীপিকা পাডুকোন

বলিউডের অন্যতম শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোন। এক যুগেরও বেশি সময় ধরে ভক্তদের মন জয় করে যাচ্ছেন তিনি।

বর্তমানে হিন্দি সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাদের একজন তিনি।

তবে আজকের এই অবস্থানে খুব সহজে আসেননি দীপিকা। সেজন্য নানা রকম চড়াই-উৎরাই পার করতে হয়েছে তাকে। শুনতে হয়েছে নানা জনের নানা কথা।

তার জীবনে ভালো পরামর্শের পাশাপাশি অনেকে আবার বহু খারাপ পরামর্শও দিয়েছিলেন! এর মধ্যে চমকে যাওয়ার মধ্য একটি পরামর্শ পেয়েছিলেন তিনি।

সম্প্রতি ওটিটিতে মুক্তিপ্রাপ্ত দীপিকার ‘গেহরাইয়া’ সিনেমার প্রচারে একটি সাক্ষাৎকারে তিনি জানান, ১৮ বছর বয়সে একজন তাকে একটি আজগুবি পরামর্শ দিয়েছিলেন! সেই ব্যক্তি তাকে স্তন প্রতিস্থাপন করতে বলেছিলেন।  

দীপিকা বলেন, ‘জীবনে সবচেয়ে খারাপ যে পরামর্শ পেয়েছিলাম, সেটা হল ব্রেস্ট ট্রান্সপ্লান্ট। তখন আমার ১৮ বছর বয়স। এখন মাঝে মাঝে ভাবি, এই পরামর্শ আমি না মেনে ঠিকই করেছি কিনা!’

একই সঙ্গে ভালো পরামর্শ যারা দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। দীপিকার অভিনয় জীবনে শাহরুখ খানের বড় ভূমিকা রয়েছে। শাহরুখের কাছ থেকে তিনি অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।