ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

স্বাধীনতার শত বছরেও ‘লাল মোরগের ঝুটি’কে স্মরণের প্রত্যাশা

মো. কামরুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, ডিসেম্বর ১৩, ২০২১
স্বাধীনতার শত বছরেও ‘লাল মোরগের ঝুটি’কে স্মরণের প্রত্যাশা ‘লাল মোরগের ঝুটি’র একটি দৃশ্য

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের পূর্তিতে ‘লাল মোরগের ঝুঁটি’ নূরুল আলম আতিকের অনন্য সৃষ্টি। যতক্ষণ সিনেমা চলেছিল ততক্ষণ মনে হচ্ছিল যুদ্ধক্ষেত্রে সব শোষিত বাঙালির এক একটি চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছিলাম।

 

কত জীবন্ত, কত বাস্তব চিত্র ফুটে উঠেছে মহান স্বাধীনতার সময়কালের এক খণ্ডিত সময়ের একটি স্থানীয় মানুষের জীবনকালের। যা দিয়ে তুলে আনা হয়েছে সারা বাংলায় পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের অমানবিক ঘটনার প্রবাহচিত্র।   

দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধের নিয়ে অনেক সিনেমা ও টিভি নাটকসহ অনেক নাটক মঞ্চায়িত হয়েছে। কিন্তু কোথাও যেন পূর্ণতা পাচ্ছিলাম না। কিছুটা অতৃপ্তি, কিছুটা অসমাপ্ত গল্পের পরিসমাপ্তি দেখতে পেয়েছিলাম।  

কিন্তু নূরুল আলম আতিকের সৃষ্টি ‘লাল মোরগের ঝুঁটি’ মুক্তিযুদ্ধের সব সৃষ্টিকে পাশ কাটিয়ে পূব আকাশের নতুন সূর্য উদয়ের পূর্বক্ষণে গ্রাম বাংলার মোরগের গলা ছেড়ে ডাক যেন বাঙালির গর্জে উঠার প্রতিধ্বনিই শোনা যাচ্ছিল। প্রতিক্ষণে, প্রতিমুহূর্তে প্রতিবাদের গর্জনের আওয়াজ বের হচ্ছিল।  

প্রতিটি শব্দচয়ন আর অভিব্যক্তি ছিল হৃদয়স্পর্শী। সিনেমাটি দেখতে যেয়ে মনে হচ্ছিল নিজেই পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ গড়ে তুলি। বিজয়ের ৫০ বছরে বর্তমান প্রজন্মের কাছে এই ধরনের একটি সিনেমা উপহার দেওয়ার জন্য নূরুল আলম আতিক ধন্যবাদ প্রাপ্য।

নূরুল আলম আতিক তার দায়িত্ববোধ থেকে ব্যতিক্রমধর্মী একটি মুক্তিযুদ্ধের সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ নির্মাণ করেছেন, আর আমাদের দায়িত্ব সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখা। নির্মাতা আরো বেশী দেশত্ববোধ থেকে আরো সুন্দর সুন্দর বাস্তবধর্মী সিনেমা উপহার দিতে উৎসাহী হবেন।

বীরত্বগাঁথা নারীদের প্রতিবাদের এক মহান চিত্র ফুটে উঠেছে ‘লাল মোরগের ঝুঁটি’তে। শত্রুসেনাদের শায়েস্তা করতে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে ধরতেও কার্পণ্য করেনি বাঙালি ললনারা।  

‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি অনেক ভিন্নতায় ভরা। স্রস্টার সৃষ্টি থেকে যাবে। বাংলাদেশের শত বছরের পূর্তিতেও যেন নূরুল আলম আতিকের সৃষ্টি ‘লাল মোরগের ঝুটি’কে স্মরণ করুক- সেটাই প্রত্যাশা।  

পাণ্ডুলিপি কারখানা প্রযোজিত ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমনসহ টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য পরিচালক নূরুল আলম আতিকের নিজের। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।