ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

বুলবুলের কথায় আসিফের ‘গুনাহগার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, সেপ্টেম্বর ৬, ২০২১
বুলবুলের কথায় আসিফের ‘গুনাহগার’ রোহান রাজ, আসিফ আকবর ও এন আই বুলবুল

প্রথমবারের মতো এন আই বুলবুলের কথায় একটি গানে কন্ঠ দিলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গানের শিরোনাম ‘গুনাহগার’।

এটির সুর ও সংগীত করেছেন রোহান রাজ।  

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক থেকে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হবে। মেলোডিয়াস কথা ও সুরে গানটি সাজানো হয়েছে বলে জানান শিল্পী আসিফ আকবর।  

তিনি আরও বলেন, ‘‘দারুণ কথামালা দিয়ে সাজানো গান ‘গুনাহগার’। দীর্ঘদিন পর ভিন্ন ঘরানার গান গাইলাম। এ গানের গীতিকার ও সুরকার দু’জনই তরুণ। তাদের সঙ্গে প্রথম কাজ করেছি। এ গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। ’’ 

গীতিকার এন আই বুলবুল বলেন, ‘আসিফ ভাইয়ের জন্য গান করতে পারা সত্যি অনেক আনন্দের। প্রথমবারের মতো তিনি আমার কথায় কন্ঠ দিয়েছেন। চেষ্টা করেছি ভালো কিছু কথায় গানটি সাজাতে। সুরকার কথার সঙ্গে সমন্বয় করে দারুন সুর করেছেন। ’

চলতি সময়ের গীতিকার এন আই বুলবুলের কথায় কন্ঠ দিয়েছেন মনির খান, আতিক হাসান, ওপার বাংলার রুপঙ্কর বাগচি, কনা, সালমা, রিংকুসহ এ সময়ের অনেক সংগীতশিল্পী।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।