ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

দিলীপ কুমারের শারীরিক অবস্থার উন্নতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুন ৯, ২০২১
দিলীপ কুমারের শারীরিক অবস্থার উন্নতি দিলীপ কুমার

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী দিলীপ কুমারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাকে এখনো অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

বর্তমানে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে চিকিৎসক জলিল পারকারের তত্ত্বাবধানে চলছে প্রবীণ এই অভিনেতার চিকিৎসা।  

তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘দিলীপ কুমারের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শ্বাসকষ্ট জনিত সমস্যা আগের তুলনায় কম। কিন্তু এখনও তাকে অক্সিজেনের সাপোর্টে রাখা হচ্ছে’।  

প্রায়ই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমারকে। সুস্থ হয় বাড়িতেও ফেরেন তিনি। কিন্তু সম্প্রতি ৯৮ বছর বয়সী এই তারকা শ্বাসকষ্টে ভোগার কারণে রোববার (০৬ জুন) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের মতে, দিলীপ কুমারের ফুসফুসে পানি জমেছে। শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রাও বেশ কিছুটা কম। তাই আপাতত অক্সিজেন সাপোর্টেই রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।  

বয়সের কারণে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা রয়েছে দিলীপ কুমারের। মে মাসের শুরুতে তাকে দীর্ঘ সময় হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এখন আবারও হাসপাতালে ভর্তি হলেন তিনি।

দিলীপ কুমারের জন্ম ১৯২২ সালের ১১ ডিসেম্বর। তার প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ক্যারিয়ার শুরুর সময় নাম পাল্টান তিনি। ছয় দশকের অভিনয় জীবনে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘কর্ম’র মতো অসংখ্য ধ্রুপদী সিনেমায় দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বড়পর্দার ‘ট্র্যাজেডি কিং’। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’সহ বেশকিছু সিনেমা। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ সিনেমাতে অভিনয় করেন তিনি।

ভারত সরকারের কাছ থেকে ‘পদ্মবিভূষণ’ খেতাব পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে তাকে দেওয়া হয় ‘পদ্মভূষণ’। এর তিন বছর পর তিনি পান দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।