ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

শুটিংয়ে আহত নিক জোনাস হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, মে ১৭, ২০২১
শুটিংয়ে আহত নিক জোনাস হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী এবং পপ তারকা নিক জোনাস। আহত হওয়ার পরপরই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ছোটপর্দার একটি অনুষ্ঠানের জন্য শনিবার শুট করছিলেন নিক। তখনই আচমকা চোট পান তিনি। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিকের এই চোট কতটা গুরুতর তা যদিও জানা যায়নি। তবে রবিবার হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেয়া হয়। সোমবারই আবার গানের অনুষ্ঠান ‘দ্যা ভয়েস-এর কাজ শুরু করবেন। তিনি এই প্রথম নয়, ২০১৮ সালে শরীরচর্চা করতে গিয়েও হাতে চোট পেয়েছিলেন নিক।

বর্তমানে নিক লস অ্যাঞ্জেলসে রয়েছেন। তবে কাজের সূত্রে প্রিয়াঙ্কা গত ১ বছরে ধরে লন্ডনে রয়েছেন। সেখানে একাধিক ছবি এবং ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত নায়িকা। চলতি বছরে বিলবোর্ডস মিউজিক অ্যাওয়ার্ডসেও সঞ্চালকের ভূমিকায় থাকবেন নিক। আগামী সপ্তাহে এই অনুষ্ঠান হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ১৭, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।