ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

আলোচনায় ওয়াহিদা-আশা-হেলেনের আন্দামানের ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৮, মে ১২, ২০২১
আলোচনায় ওয়াহিদা-আশা-হেলেনের আন্দামানের ছবি

করোনা মহামারিতে ভারতে সবাই যখন আতঙ্কে জবুথবু, তখন বলিউডের তিন প্রবীণ নায়িকার বেড়ানোর ছবি মাতাচ্ছে আন্তর্জাল। সেই তিন নায়িকা হলেন ওয়াহিদা রহমান-আশা পারেখ ও হেলেন।

 

আন্দামানে তাদের বেড়ানোর দুটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন পরিচালক তনুজ গর্গ।

গত এপ্রিলে বলিউডের তিন প্রবীণ অভিনেত্রী গিয়েছিলেন আন্দামানে ছুটি কাটাতে। সেই ছবিই এখন নেটদুনিয়ায় আলোচনার শীর্ষে। আশা-হেলেন-ওয়াহিদার ছবি শেয়ার করে অনেকেই বলছেন, ‘বন্ধুত্বের যথার্থ উদাহরণ’।

ষাট থেকে আশির দশকে বলিউডপ্রেমীরা মাতাল ছিলেন এ তিন নায়িকার অভিনয়ের আকর্ষণে। মনে রাখার মতো আরও একটি গুণ, এদের নাচ। বিশেষ করে হেলেনের নাচের ছন্দে তাল মেলাননি এমন দর্শকের সংখ্যা বোধহয় খুবই কম। তারাই অবসর জীবনে খানিকটা সময় নিজেদের মতো করে কাটিয়েছেন সমুদ্রঘেরা দ্বীপে।

পরিচালক তনুজ গর্গ ছবি দুটি পোস্ট করে লিখেছেন, ‘যদি ‘দিল চাহতা হ্যায়’ আবারও বানানো হতো তাহলে এ তিন কিংবদন্তীকে নিয়েই হতো। এই ছবি আমার মুখে হাসি ফুটিয়েছে। ’

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১২, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।