ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

বিনোদন

পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ সরে যাবে: জয়া আহসান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ সরে যাবে: জয়া আহসান জয়া আহসান

মহামারি করোনা ভাইরাসের দাপটের মধ্যে চলে এলো বাংলা নতুন আরেকটি বছর। তবে ভাইরাস সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে লকডাউন।

তাই দেশব্যাপী এ বছর পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে না।

আগামী বছর নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ সবার মাথার ওপর থেকে সরে যাবে বলে প্রত্যাশা করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নববর্ষ উপলক্ষে ভক্তদের এমন বার্তা দেন তিনি।

জয়া আহসান ফেসবুকে লেখেন, ‘কোভিডের দু:সময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্ণতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেশোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য, পহেলা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতোই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ। ’

ফিল্মফেয়ার পুরস্কারজয়ী এই অভিনেত্রী আরও লেখেন, ‘মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে পহেলা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দু’হাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে। দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ। ’

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।