ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বিনোদন

নায়িকা থেকে গায়িকা হলেন মুনমুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
নায়িকা থেকে গায়িকা হলেন মুনমুন

নতুন পরিচয় হাজির হলেন চিত্রনায়িকা মুনমুন। প্রথমবারের মতো গান গাইলেন তিনি।

মুনমুনের কণ্ঠে গাওয়া ‘বাউলা মাইয়া’ শিরোনামের একটি গান প্রকাশ পেয়েছে ইউটিউবে। যদিও বুধবার (২৭ জানুয়ারি) প্রকাশিত গানটির স্টুডিও ভার্সনে তেমন ভিউ দেখা যায়নি।

গানটির লিখেছেন ওমর ফারুক ফারহান। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। প্রকাশ পেয়েছে ডি অ্যান্ড এম এন্টারটেইনমেন্টেরের ব্যানারে।

গানটি প্রসঙ্গে মুনমুন বলেন, নিজের গাওয়া গানে নিজেই প্রথম ঠোঁট মেলানোতে অন্যরকম অনুভূতি। প্রথমবারের মতো গান গেয়েছি। শ্রোতা দশকদের যদি ভালো লাগে আরও গাওয়ার ইচ্ছে আছে।

তিনি আরও জানান, ছোট বেলা থেকে গায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। এবার সে স্বপ্ন পূরণ হয়েছে তার।

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা মুনমুন। ১৯৯৬ সালে মৌমাছি সিনেমার মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে এখন খুব কম সিনেমাতেই তাকে দেখা যায়।  

 

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।