ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

আরফিন জুনায়েদের নতুন নাটক ‘সরি মীরাবাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, জানুয়ারি ২৬, ২০২১
আরফিন জুনায়েদের নতুন নাটক ‘সরি মীরাবাই’ আরফিন জুনায়েদ

আসছে তরুণ অভিনেতা আরফিন জুনায়েদের নতুন নাটক। সজিব চিশতি পরিচালিত ‘সরি মীরাবাই’ নামের নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

নাটকটির গল্প আবর্তিত হয়েছে এক নাচনেওয়ালীর জীবনী নিয়ে। একই নাটকে মীরা চরিত্রে অভিনয় করবেন মডেল ও অভিনেত্রী শিমু খান শেলী।  

এ প্রসঙ্গে জুনায়েদ বলেন, ইউটিউব দিয়ে আমার শোবিজে কাজ শুরু হলেও ইচ্ছে আছে বড়পর্দায় অভিনয় করার। আর সে লক্ষ্যেই নিজেকে তৈরি করছি। বর্তমানে বেশ কিছু নাটক আর ফ্যাশন ফটোশুট নিয়ে সময় কাটছে। আশা করছি ‘সরি মীরাবাই’ নাটকটি দর্শকদের ভালো লাগবে।

২০১৫ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন জুনায়েদ। ২০১৬ সালে ‘ইটস মাই লাইফ’ নামের আরেকটি নাটকে অভিনয় করেন তিনি। এরপর থেকেই পর্দায় নিয়মিত দেখা যায় তাকে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।