ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বছর শেষের আগে আসছে মিজানের গানচিত্র ‘ক্রীতদাস’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
বছর শেষের আগে আসছে মিজানের গানচিত্র ‘ক্রীতদাস’ মিজান

চলতি বছর বেশ কয়েকটি গান প্রকাশ পেয়েছে ব্যান্ড তারকা ও ব্যান্ডদল ওয়ারফেজ’র সাবেক ভোকাল মিজানের কণ্ঠে।

গান প্রকাশের ধারাবাহিকতা রেখেই বছরের শেষে এসে আরেকটি গান নিয়ে হাজির হচ্ছেন এই গায়ক।

গানের শিরোনাম ‘ক্রীতদাস’। এটি লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী।

সোমবার (২৮ ডিসেম্বর) দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে মিজানের কণ্ঠে বছরের শেষ গান ‘ক্রীতদাস’। এ গানের ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ রাসেল।

এ গান প্রসঙ্গে মিজান বলেন, ‘সারা বিশ্বের জন্য একটা দুঃসহনীয় বছর এটা। বছরটা শেষ হচ্ছে। আশা রাখি, নতুন বছরে সব কিছু আবারো স্বাভাবিক হয়ে আসবে। বছরের শেষ এবং নতুন বছর উপলক্ষে আমি ‘ক্রীতদাস’ গানটি উপহার দিচ্ছি শ্রোতাদের। ’

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।