ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আমি সম্পূর্ণ সুস্থ, শুধু ঘ্রাণশক্তি নেই: আবীর 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
আমি সম্পূর্ণ সুস্থ, শুধু ঘ্রাণশক্তি নেই: আবীর  আবীর চট্টোপাধ্যায়

সকল ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড তারকা আবীর চট্টোপাধ্যায়। বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

আবীর শারীরিকভাবে সুস্থ আছেন। জটিল কোন সমস্যা নেই তার। তবে ঘ্রাণশক্তি হারিয়ে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে আবীর লেখেন, আরও একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছু নিশ্চিত নয়। আমি এবং আমার টিম, এই কয়েকদিন যে প্রডাকশনসের সঙ্গে কাজ করেছি; যথা সম্ভব সুরক্ষা ব্যবস্থার মধ্যে ছিলাম। তাও আমি কোভিড-১৯ পজিটিভ হলাম। আশ্চর্যজনকভাবে আমি সম্পূর্ণ সুস্থ। শুধু আমার ঘ্রাণশক্তি নেই। আমি নিজেকে সম্পূর্ণ আইসোলেশনে রেখেছি। আমার পরিবারের সদস্যরাও পরীক্ষা করাবেন। আশা করি তারা সবাই সুস্থই থাকবেন।

এছাড়া গত কয়েকদিনে আবীরের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও কোভিড-১৯ পরীক্ষা করাতে অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।  

আবীরের দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্ত ও সহকর্মীরা।

বর্তমানে ভারতীয় বাংলা টেলিভিশন রিয়্যালিটি অনুষ্ঠান ‘সারেগামাপা’র সঞ্চালনার দায়িত্বে আছেন আবীর। একই অনুষ্ঠানের বিচারক মনোময় ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, আকৃতি কক্কর ও মিকা সিং-এর আগে করোনা আক্রান্ত হন।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।