ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলেন সাইফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চাইলেন সাইফ সাইফ আলী খান

বিতর্কিত মন্তব্য করে অবশেষে ক্ষমা চাইলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। রামায়ণভিত্তিক আলোচিত মেগা সিনেমা ‘আদিপুরুষ’-এ রাবণকে মানবিক ও যৌক্তিকভাবে তুলে ধরা হবে বলে মন্তব্য করেছিলেন সাইফ।

 

সম্প্রতি ‘আদিপুরুষ’ নিয়ে কথা বলার পর তাকে সিনেমা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন নেটাগরিকের একাংশ। এর সঙ্গে যোগ দেয় বিজেপিও।

মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদম হুমকি দিয়েছিলেন, ‘যদি ‘আদিপুরুষ’ সিনেমাতে হিন্দুধর্মকে আঘাত করা হয়, তবে সেটা মেনে নেব না আমরা। ’

বিতর্ক এমন পর্যায়ে পৌছায় যে সাইফ ক্ষমা চাইতে বাধ্য হলেন। এক বিবৃতি পেশ করে তিনি বলেন, ‘জানতে পারলাম, আমার একটি মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। কিছু মানুষের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু করিনি। আমি ক্ষমা চাইছি। আমার মন্তব্যটি ফিরিয়েও নিচ্ছি। ভগবান রাম আমার কাছে চিরকালই একজন প্রকৃত হিরো। অমঙ্গলের বিরুদ্ধে মঙ্গলের লড়াই ও জয় এই সিনেমার মূল বিষয়বস্তু। কোনও প্রকার সাংস্কৃতিক বিকৃতি ‘আদিপুরুষ’ সিনেমায় নেই। ’

রামায়ণের ওপর ভিত্তি করে চিত্রনাট্য তৈরি হয়েছে ‘আদিপুরুষ’ সিনেমার। এর আগে সমালোচিত সেই সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন, ‘রামায়ণের মূল প্লটকে অন্য দিক থেকে দেখা হয়েছে। এখানে রাবণের মানবিক দিকটি তুলে ধরা হবে। সীতাহরণের ঘটনাটির ন্যায্যতাও দেখানো হবে এই সিনেমার মাধ্যমে। সিনেমার বক্তব্য, গোটা ঘটনাই শুরু হয়েছে শূর্পণখার নাক কেটে দেওয়ার ফলে। ’

নেটাগরিকদের একাংশের মতে, সাইফ আলী খান এবং পরিচালক ওম রাউত এই সিনেমার মাধ্যমে হিন্দু ভাবাবেগে আঘাত করতে চাইছেন। বিজেপি নেতা রাম কদম জানিয়েছিলেন, ‘সম্প্রতি অভিনেতা সাইফ আলী খান একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। রাবণের মানবিক সত্তার প্রকাশ, মা সীতার অপহরণ ও শ্রীরামের বিরুদ্ধে রাবণের যুদ্ধকে ন্যায্যতা দেওয়া হলে সেটা আমরা মেনে নেব না। বলিউড ইন্ডাস্ট্রিতে একটা নতুন প্রবণতা লক্ষ্য করছি আমরা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছবিগুলিতে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করা হচ্ছে। অন্য ধর্মের ক্ষেত্রে এই একই কাজ করা হয় না তো! আমি একজন হিন্দু হয়ে বলছি, আমাদের আবেগে যেন আঘাত না করা হয়। আমার মতে, সাইফ পাবলিসিটি স্টান্টের জন্য সংবাদমাধ্যমে এসব বলে বেড়াচ্ছেন। ’

পরিচালক ওম রাউতের উদ্দেশ্যে রাম কদমের বক্তব্য, ‘আপনি ‘তানহাজি’ ছবিটি বানিয়েছিলেন। বিশ্বব্যাপী সেই ছবির প্রশংসা হয়েছিল। মানুষ গ্রহণ করেছিল। কারণ, সেই ছবিতে হিন্দুধর্ম ও মারাঠি গৌরবের সম্মান রাখা হয়েছিল। কিন্তু ‘আদিপুরুষ’ ছবিতে যদি বিতর্কিত এরকম কিছু দেখানো হয়, তা হলে আমরা তা হতে দেব না। এই ধরনের গল্প ও চিত্রায়ণ একেবারে ভুল। ’

এরই প্রেক্ষিতে সাইফকে এই ছবি থেকে বাদ দেওয়ার দাবি তুলছেন নেটাগরিকদের একাংশ। তাদের মতে, ‘সংস্কৃতিকে বিকৃত করা হচ্ছে। ’

‘আদিপুরুষ’ সিনেমায় সাইফ রাবণের ভূমিকায় অভিনয় করছেন। রামের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। এখনও শুরু হয়নি সিনেমার শুটিং। জানা যাচ্ছে, অভিনেত্রী কৃতী স্যাননকে বেছে নেওয়া হতে পারে সীতার চরিত্রের জন্য।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।