ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সত্য ঘটনা নিয়ে নির্মিত ‘পরাণ’, টিজার প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, ফেব্রুয়ারি ৩, ২০২০
সত্য ঘটনা নিয়ে নির্মিত ‘পরাণ’, টিজার প্রকাশ

বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহানকে নিয়ে নির্মিত হয়েছে ‘পরাণ’। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ পেল সিনেমাটির টিজার। যার শুরুতেই জানানো হয়েছে এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তবে কোন ঘটনা বা কার ঘটনা তা বলা হয়নি।

এদিকে প্রকাশের পরপরই সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে দেশের আলোচিত বরগুনার রিফাত-মিন্নির ঘটনা অবলম্বনে 'পরাণ' নির্মিত হয়েছে বলে দাবি করছেন।

তবে এ বিষয়ে পরিচালক ও অভিনয়শিল্পীরা মুখ খুলছেন না।  

পরিচালকের দাবি, রিফাত-মিন্নির ঘটনা নিয়ে 'পরাণ' নির্মিত নয়। মূল রহস্য সিনেমাটি দেখলেই দর্শক জানতে পারবেন।

‘পরাণ’ প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। শাহজাহান সৌরভের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সঙ্গীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।

জানা যায়, ময়মনসিংহে টানা ৩১ দিন ‘পরাণ’র শুটিং হয়েছে। বর্তমানে সম্পাদনার টেবিলে আছে এটি। সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসেই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রাজের। প্রথম সিনেমাতেই তিনি দর্শকদের প্রশংসা পান। তার দ্বিতীয় সিনেমা ‘ন ডরাই’ পায় গত বছর।  

এদিকে, মিমকে সর্বশেষ ‘সাপলুডু’ এবং ইয়াশকে তার দ্বিতীয় সিনেমা ‘মায়াবতী’র মধ্য দিয়ে বড় পর্দায় দেখা গেছে।

***'পরাণ'র টিজার

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।