ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফিরছেন লিন্ডসে লোহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২০
ফিরছেন লিন্ডসে লোহান লিন্ডসে লোহান

আমেরিকান অভিনেত্রী-সংগীত শিল্পী লিন্ডসে লোহান নতুন বছরে আমেরিকায় ফিরে চলচ্চিত্র ও গান নিয়ে আবারও কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। তিনি এখন ওমানের রাজধানী শহর মাস্কটে আছেন।

পিপল ম্যাগাজিন জানিয়েছে, অ্যান্ডি কোহেন ও অ্যান্ডারসন কুপারের সঙ্গে এক সাক্ষাৎকারে লোহান তার নতুন বছরের গান ও সিনেমা সম্পর্কে পরিকল্পনা জানিয়েছেন।  

২০২০ সালে তার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করলে লোহান জানান, আমি আমার পারিবারিক ব্যাপার সামলে নিচ্ছি।

এখন নিজের ওপরই ফোকাস করতে চাই। আমি আমার জীবনে যা কিছু করতে পারি সেসব নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমি আমেরিকায় ফিরব। সিনেমায় কাজ শুরু করব। এ বছর শিগগিরই এটা করতে যাচ্ছি।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যামং দ্য শ্যাডোস’ ছিল লিন্ডসে লোহানের প্রথম ফিচার ফিল্ম। ‘দ্য ক্যানিয়নস’ (২০১৩) সিনেমা দিয়ে তিনি বড় পর্দায় প্রথম আসেন।  

দীর্ঘ এগার বছর পর গত সেপ্টেম্বর মাসে লিন্ডসে লোহানের সর্বশেষ গান ‘জ্যানাক্স’ প্রকাশিত হয়। তবে লোহানের ইন্সটাগ্রামে গানটি প্রকাশ করা হলেও এখনও এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি।

আরও পড়ুন: এক দশক বিরতির পর গানে ফিরলেন লিন্ডসে লোহান

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।