নানান গল্পের নাটক নির্মান করলেও এই প্রথম তিনি ‘সেই আমি’ নামে বিজয় দিবসের একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন, যেটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ড. মইনুল খান।
বিজয় দিবসের টেলিফিল্ম নির্মাণ প্রসঙ্গে দীপু হাজরা বাংলানিউজকে বলেন, ‘এই টেলিফিল্মের গল্পটি আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই কাজটি করা।
টেলিফিল্মটিতে অভিনয় করেছেন- রুনা খান, নাজনীন হাসান চুমকী, আরমান পারভেজ মুরাদ, আজম খান, সায়েম সামাদসহ অনেকে।
টেলিফিল্মটি চ্যানেল আইয়ের বিজয় দিবসের অনুষ্ঠানমালায় শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে।
এদিকে দীপু হাজরার নির্মিত আলোচত নাটকগুলোর মধ্যে- ইলু ইলু, শাপলা ষ্টুডিও, জিন্না কসাই, কুত্তা চোর, ভোঁদাই, কাঁক, ছবির দেশে কবিতার দেশে, লাভ রশিদ, গান মজিদ, মফিজ বি, এসসি, মেন্টাল ফেমেলি, হেপি ফেমেলি, ভাগের মা, জয়েন ফ্যামিলি অন্যতম।
এছাড়া থ্রি কমরেডস নামের ১০৭ পর্বের একটি ধারাবাহিক নাটক তিনি নির্মাণ করেন তিনি, যেটি একুশে টেলিভিশনে প্রচারিত হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
/ওএফবি