ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

শাবানাকে দেশ ছাড়ার হুমকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ২৫, ২০১৯
শাবানাকে দেশ ছাড়ার হুমকি শাবানা আজমি

ফের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেদ্র মোদী। বিপুল জয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের শুভেচ্ছায় ভাসছেন বিজেপির এই নেতা।

শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অসংখ্য তারকারাও। সেই ধারাবাহিকতায় টুইটে অভিনন্দন জানান বিজেপি বিরোধী বলিউড অভিনেত্রী শাবানা আজমি।

অভিনন্দন জানাতে গিয়েই সমালোচনার শিকার হন প্রবীণ এই অভিনেত্রী।

বিজেপি বিরোধী শাবানা লোকসভা নির্বাচনে বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের হয়ে নির্বাচনী প্রচারণা করেছিলেন। এখন রটানো হচ্ছে, প্রচারণার সময় শাবানা নাকি দাবি করেছিলেন- মোদী ফের ক্ষমতায় এলে ভারতের ধর্ম নিরপেক্ষতা হুমকির মুখে পড়বে এবং দেশ ত্যাগ করবেন তিনি।

সেই সূত্রে ধরে মোদীকে অভিনন্দন জানানো শাবানার টুইট বার্তার তীব্র সমালোচনা করেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, মোদী তো জিতে গেলেন। আপনি দেশ ছাড়ছেন কবে?  কেউ আবার মন্তব্য করছেন, শাবানার পাকিস্তানে চলে যাওয়া উচিত।

এর প্রতিক্রিয়ায় শাবানা ফের টুইটে জানান, এসব রটানো হচ্ছে। আমি কখনো এমন মন্তব্য করিনি। এসব মিথ্যে খবর ছড়ানো মোটেও ভালো কাজ নয়। খুবই যন্ত্রণাদায়ক।

বিজেপির বিপুল জয়ের পর টুইটে শাবানা লেখেন, ভারতবাসী তাদের জনমত দিয়েছেন। জয়ের জন্য নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ২৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।