ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

প্রকাশ্যে এলো ‘নোলক’র টিজার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, মে ৩, ২০১৯
প্রকাশ্যে এলো ‘নোলক’র টিজার শাকিব-ববি

বৃহস্পতিবার (২ এপ্রিল) ববস্টার নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে শাকিব খান ও ববি অভিনীত সিনেমা ‘নোলক’র টিজার। 

এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র প্রাপ্ত সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শাকিব-ববি ছাড়াও ‘নোলক’- এ অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু ও কলকাতার রজতাভ দত্ত।

এর আগে সিনেমাটি পরিচালনার দাবি নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় সাকিব সনেট ও রাশেদ রাহার মধ্যে। শেষ পর্যন্ত এটি প্রেক্ষাগৃহে আসছে প্রযোজক সাকিব সনেটের নামেই। অর্থাৎ প্রযোজনার পাশাপাশি সিনেমাটির পরিচালকও সাকিব সনেট।

২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং শুরু হয়।  সেখানে টানা ২৮ দিন ‘নোলক’র শুটিং করেন পরিচালক রাশেদ রাহা। শুটিং শেষে দেশে ফেরার পর পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় প্রযোজকের। এরপর সিনেমাটি পরিচালনা করেন প্রযোজক নিজেই।

ভিডিও: বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মে ০২, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।