ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

ক্যান্সার থেকে মুক্তি পেলেন ঋষি কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, এপ্রিল ৩০, ২০১৯
ক্যান্সার থেকে মুক্তি পেলেন ঋষি কাপুর ঋষি কাপুর ও রাহুল রাওয়াইল

২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। তবে বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। মুক্তি পেয়েছেন এই মরণব্যাধি থেকে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাহুল রাওয়াইল। ঋষি কাপুরের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লেখেন, ‘ঋষি কাপুর (চিন্টু) এখন ক্যান্সার মুক্তি।

এদিকে কিছুদিন আগে ঋষি কাপুর নিজেই জানান, তিনি এখন অনেকটা সুস্থ। খুব শিগগিরই দেশে ফিরবেন। আবারও অভিনয়ে ফিরবেন।

অসুস্থ হওয়ার আগে ঋষি কাপুর অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘রাজমা চাওয়াল’। তবে অভিনয় থেকে দীর্ঘ বিরতির কারণে তিনি এখন অস্বস্তি অনুভব করছেন। তাই নিজ দেশে ফিরে আবারও ক্যারিয়ারে মনোযোগী হতে চান ৬৬ বছর বয়সী এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।