ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

উপকারী বন্ধু মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, ফেব্রুয়ারি ৯, ২০১৯
উপকারী বন্ধু মোশাররফ করিম! ‘বৃহস্পতি তুঙ্গে’র একটি দৃশ্যে মোশাররফ করিম

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন ধারাবাহিক নাটক ‘বৃহস্পতি তুঙ্গে’। তারই মূল ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান খান।

পুরো ধারাবাহিকটির শুটিং হয়েছে মালয়েশিয়ায়। এর গল্পে দেখা যাবে, কাজ করার ভিসায় মালয়েশিয়ায় যাওয়া মানুষদের ফাঁদে ফেলার চেষ্টা করে মোশাররফ করিম।

একটা সময় দেখা যায়, ফাঁদে ফেলতে গিয়ে মানবিক তাড়নায় মানুষের সমস্যা সমাধানের কাজ শুরু করেন তিনি। প্রতারক থেকে হয়ে ওঠেন উপকারী বন্ধু।

৫২ পর্বের এই ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, তারিক আনাম খান, সাজু খাদেম, রুনা খান, সানজিদা প্রীতি, জুই করিম, মিশু সাব্বির, কাজী আসিফ, নাবিলা, উজ্জ্বল মাহমুদ, শহিদুল্লাহ সবুজ প্রমুখ।

১০ ফেব্রুয়ারি থেকে প্রতি রোব, বুধ ও শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।