ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রথমবার রোহিত শেঠির সিনেমায় সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২০, জানুয়ারি ২৯, ২০১৯
প্রথমবার রোহিত শেঠির সিনেমায় সালমান খান সালমান খান ও রোহিত শেঠি

বহু আগেই বলিউড সুপারস্টার সালমান খানকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে প্রকাশ করেছিলেন সফল পরিচালক রোহিত শেঠি। তবে এতদিন সে সুযোগ না হলেও এবার প্রথমবারের মতো ‘ভাইজান’কে নিয়ে সিনেমা বানাতে যাচ্ছেন নন্দিত এই নির্মাতা।

২০১৯ সালের শেষের দিকে নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে সালমান খান পুলিশ চরিত্রে অভিনয় করবেন।

অ্যাকশন গল্পের সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

সিনেমাটির সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সালমানকে নিয়ে কাজ করার জন্য রোহিত ও সাজিদ অনেকবার সাক্ষাৎ করেছেন। এছাড়া সিনেমাটির কন্টেন্ট নিয়েও তারা আলোচনা করছেন। ‘কিক’ সিনেমার একটি চরিত্র থেকে পুলিশ চরিত্রে সালমানকে উপস্থাপন করার পরিকল্পনা করেছেন তারা। ২০২০ সালে সিনেমাটি মুক্তি পাবে।

নব্বই দশক থেকে সালমান খান ও সাজিদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। তারা একসঙ্গে ‘জিত’, ‘হার দিল জো পেয়ার কারেগা’, ‘মুজছে শাদি করোগি’র মতো ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।