ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাটক ‘জন্মদাত্রী’র গানে পিয়ালের কণ্ঠ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
নাটক ‘জন্মদাত্রী’র গানে পিয়ালের কণ্ঠ  ‘জন্মদাত্রী’ গানের একটি দৃশ্য

কণ্ঠশিল্পী পিয়াল হাসান সম্প্রতি ‘জন্মদাত্রী’ নাটকে স্বনামের গানে কণ্ঠ দিয়েছেন। এই নাটকের বিষয়বস্ত সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের অবহেলা। মোসাব্বের হোসেন মুইদের গল্প অবলম্বনে নাটকটি নির্মান করেছেন আহমেদ জিহাদ। 

পিয়ালের কণ্ঠে নাটকের টাইটেল (জন্মদাত্রী) গানটি লিখেছেন সৈয়দ দুলাল। সুর-সঙ্গীতায়োজনে শিশির।

 

একটি ছেলে বিয়ের আগে মায়ের প্রতি কতটা যত্নশীল আর বিয়ের পর কতটা নির্মম। বউয়ের কথায় মা কে বৃদ্ধাশ্রমে রেখে আসা একটি ছেলের নির্মমতা উঠে আসছে এর গল্পে।

নাটকের গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, কথা, সুর ও সঙ্গীত মিলিয়ে গানটি অসাধারণ হয়েছে। গল্পের কথা চিন্তা করেই গানটি তৈরি করা হয়েছে। আশা করি, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

অচিরেই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন- শিল্পী সরকার, সাদমান প্রত্যয়, নুসরাত জাহান নিপা ও আরো অনেকে।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।