ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জয়া আহসানের সঙ্গে জুটি বাঁধলেন ঋত্বিক চক্রবর্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জয়া আহসানের সঙ্গে জুটি বাঁধলেন ঋত্বিক চক্রবর্তী জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী

আবারও কলকাতার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অভিনেত্রী জয়া আহসান। নিজের গল্পে সিনেমাটি পরিচালনা করবেন ‘ময়ূরাক্ষী’খ্যাত নির্মাতা অতনু ঘোষ।

‘বিনি সুতোয়’ নামের সিনেমাটিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন কলকাতার প্রশংসিত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। চমকপ্রদ তথ্য হচ্ছে দেবজ্যোতি মিশ্রর সঙ্গীত পরিচালনায় এ সিনেমার সবগুলো গানে কণ্ঠ দেবেন জয়া নিজেই।

সিনেমাটিতে জয়া আহসানের চরিত্রের নাম শ্রাবণী বড়ুয়া। আর তার বিপরীতে ঋত্বিককে দেখা যাবে কাজল সরকারের ভূমিকায়।

গল্পে দেখা যাবে, এক রিয়েলিটি শোতে কাকতালীয়ভাবে দেখা হয় শ্রাবণী ও কাজলের। অডিশন শেষ হবার পর একটা জায়গা পেরিয়ে বাসে উঠতে গিয়ে শ্রাবণী পড়ে যায়। তার এই অবস্থা দেখে ছুটে আসেন কাজল। এভাবে দু’জনের মধ্যে একটি যোগসূত্র তৈরি হয়।

‘বিনি সুতোয়’ প্রসঙ্গে অতনু ঘোষ বলেন, ভারতে এই মুহূর্তের সবচেয়ে সংবেদনশীল, প্রতিভাবান দুই অভিনেতা-অভিনেত্রী হলেন জয়া ও ঋত্বিক। তাদের এক ফ্রেমে দেখার ইচ্ছে আমার দীর্ঘদিনের। এবার সে ইচ্ছে পূরণ হতে যাচ্ছে।

১ ফেব্রুয়ারি থেকে কলকাতা ‘বিনি সুতোয়’র শুটিং শুরু হবে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।       

কিছুদিন আগে ‘ফুড়ুৎ’ নামের নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন জয়া। চলতি বছর মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘মাছের ঝোল’খ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের বিপরীতে যৌথ প্রযোজনার সিনেমা ‘ডেব্রি অব ডিজায়ার’-এ অভিনয় করছেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।