ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে এলো ‘আহা রে’ সিনেমার ট্রেলার 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
প্রকাশ্যে এলো ‘আহা রে’ সিনেমার ট্রেলার  আরেফিন শুভ-ঋতুপর্ণা সেনগুপ্ত

বাংলাদেশের আরেফিন শুভ আর পশ্চিবঙ্গের দর্শকপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘আহা রে’ সিনোমা ট্রেলার মুক্তি পেয়েছে মঙ্গলবার (২২ জানুয়ারি)। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শুভ-ঋতুপর্ণা। নিজের জন্মদিনে সিনেমাটির ঘোষণা দিয়েছিলেন ঋতুপর্ণা। এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ।

এ সিনেমায় গল্পের শুরুটা রান্না দিয়ে হলেও শেষদিকে প্রেমটাই মূখ্য বিষয় হয়ে দাঁড়ায়। অর্থাৎ খাবার আর প্রেমের অভিব্যক্তি এ সিনেমার প্রেক্ষাপট।

রান্না ও খাবারের মধ্যেও যে প্রেম লুকিয়ে থাকে তারই বহিঃপ্রকাশ ঘটবে ‘আহা রে’তে। এছাড়া এতে দায়িত্ববোধের গল্প, হিন্দু-মুসলিম’র কিছু বিষয় তুলে ধরা হয়েছে।

অভিনয়ের পাশাপাশি ‘আহা রে’ সিনেমাটি প্রযোজনাও করেছেন ঋতুপর্ণা। মানে, তার প্রযোজনা সংস্থা ভাবনা, আজ ও কাল। এর সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার স্যাভি। সিনেমাটোগ্রাফি করেছেন হরি নায়ার।

আগামী ৮ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা হয়েছে।

‘আহা রে’ ট্রেলার

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।