ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

প্রিন্স মাহমুদের সুরে মিনারের ‘বিশ্বাস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৬, জানুয়ারি ১৭, ২০১৯
প্রিন্স মাহমুদের সুরে মিনারের ‘বিশ্বাস’ মিনার-প্রিন্স মাহমুদ

দেশিয় ব্যান্ডসঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম প্রিন্স মাহমুদ। শক্তিশালী কথা-সুরের মিশ্রণে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন গুণী এই সঙ্গীতশিল্পী।

সর্বশেষ ‘প্রিন্স মাহমুদ মিক্স’ শিরোনামের অ্যালবামটি প্রকাশ করেছেন তিনি। জনপ্রিয় শিল্পীদের নিয়ে করা এই অ্যালবামের সবগুলো গানই এরইমধ্যে একটি একটি করে প্রকাশ পেয়েছে।

এখন শুধু একটি গান অপ্রকাশিত রয়েছে।

হ্যা, মিনারের কণ্ঠে ‘বিশ্বাস’ শিরোনামের গানটির কথা বলছি। আগামী সপ্তাহে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে গানটি প্রকাশ পাচ্ছে।

এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বাংলানিউজকে বলেন, ২০ তারিখের পরে গানটি প্রকাশের কথা শুনেছি। দুই-চার দিন এদিক সেদিক হতে পারে। চূড়ান্ত সময়টা জি-সিরিজ বলতে পারবে।  

জি-সিরিজ থেকে জানানো হয়েছে, এরইমধ্যে গানটি ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহের যেকোনো দিন ছাড়া হবে গানটি।  

‘প্রিন্স মাহমুদ মিক্স’-এ গান করেছেন- ফাহমিদা নবী (কতদূর), তপু-কণা (ঘোর), তাহসান (মায়া), ন্যান্সি (বাড়ী), এলিটা (কবি), মিনার (বিশ্বাস) ও কোনাল (ভুল)।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।