ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

জানুয়ারিতে ‘বাংলা গানের উৎসব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
জানুয়ারিতে ‘বাংলা গানের উৎসব’ আইসিবিএম’র প্রতিষ্ঠাতা ড. লীনা তাপসী খান, ছবি: বাংলানিউজ

নতুন বছরের ২৫ জানুয়ারিতে বাংলা একাডেমিতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর বেঙ্গলি মিউজিকের (অাইসিবিএম) উদ্যোগে ‘বাংলা গানের উৎসব’ অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের চেয়ারম্যান এবং আইসিবিএম’র প্রতিষ্ঠাতা ড. লীনা তাপসী খান বাংলানিউজকে এ তথ্য জানান।

এ উৎসবে যতো ধারার বাংলা গান আছে, সবগুলোর বিষয়ে আলোচনার পাশাপাশি দিনব্যাপী সংগীত পরিবেশনা চলবে।

এতে রবীন্দ্র-নজরুল, লালনগীতি, লোক, বাউল, ভাটিয়ালি, আধুনিকগানসহ বাংলা সংগীতের সব ঘরানার গান পরিবেশন করবে দেশীয় শিল্পীরা।

উৎসবে খ্যাতনামা সংগীতশিল্পীদের চেয়ে উদীয়মান শিল্পীদেরই বেশি প্রাধান্য দেওয়া হবে। বাংলা গান নিয়ে কাজ করছে, গানের বিশেষ একটি ঘরানা নিয়ে নিয়মিত চর্চা-গবেষণা করছে, এমন শিল্পীদের এ আয়োজনে অধিক গুরুত্ব দেওয়া হবে।

এ প্রসঙ্গে নজরুল সংগীতশিল্পী লীনা তাপসী খান বাংলানিউজকে বলেন, এই আয়োজনটি নিয়ে আমরা আরও কিছু উদ্যোগ গ্রহণ করছি। এগুলোর বিষয়ে দু’একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। আইসিবিএম’র প্রধান উপদেষ্টা জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম’সহ অন্যান্য সদস্যদের নিয়ে আমরা একটি আলোচনায় বসবো। এরপর এ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবো।

বাংলা গানের ধারাকে সমৃদ্ধ করতেই ‘বাংলা গানের উৎসব’র উদ্যোগ নিয়েছে আইসিবিএম। দেশীয় সংগীতের অগ্রগতির লক্ষে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. লীনা তাপসী খান।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
ওএফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।