ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মধ্যরাতে ‘স্বপ্নজাল’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
মধ্যরাতে ‘স্বপ্নজাল’! ‘স্বপ্নজাল’ ছবি: সংগৃহীত

সংগীত পিপাসুদের প্রাণের উৎসব বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭-এর পর্দা নামলো শনিবার (৩০ ডিসেম্বর) রাতেই। উৎসবের শেষদিন মধ্যরাতে রাজধানীর ধানমন্ডির আবহনী মাঠ দর্শকের উপস্থিতে কানায় কানায় পূর্ণ ছিলো। আর এই সুযোগটাকে কাজে লাগালেন নির্মিত গিয়াস উদ্দিন সেলিম।

অসংখ্য দর্শকের সামনে উৎসব প্রাঙ্গণে তার পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘স্বপ্নজাল’ ছবির ট্রেলার প্রকাশ করলেন।

বেঙ্গল ক্রিয়েশন্স প্রযোজিত সেলিমের এ ছবির ট্রেলার প্রকাশিত হয় বেঙ্গল ক্রিয়েশন্সের স্টলে।

বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক ও বেঙ্গল ক্রিয়েশন্সের ব্যবস্থাপনা পরিচালক লুভা নাহিদ চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক আতাউর রহমান ছবির ট্রেলারটি ইউটিউব ও ফেসবুকে রিলিজ করেন। এ সময় বেঙ্গল ক্রিয়েশন্সের ক্রিয়েটিভ পরিচালক এন রাশেদ চৌধুরী এবং ছবিটির শিল্পী-কলাকুশলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
‘স্বপ্নজাল’ ছবি: সংগৃহীত
আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত ‘স্বপ্নজাল’ আসছে বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাবার কথা রয়েছে। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
জেআইএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।