ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বিনোদন

বধূয়া আমার চোখে জল এনেছে... জটিলেশ্বরের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
বধূয়া আমার চোখে জল এনেছে... জটিলেশ্বরের প্রয়াণ জটিলেশ্বর মুখোপাধ্যায়

বধূয়া আমার চোখে জল এনেছে/ হায় বিনা কারণে...। এই গানটিসহ জটিলেশ্বরের একাধিক অমর সৃষ্টি আজও সমান জনপ্রিয় বাঙালির কাছে।

তার প্রয়াণে বাঙালির চোখে জল, তবে অবশ্যই তা ‘বিনা কারণে’ নয়। জটিলেশ্বর মুখোপাধ্যায়কে আর না পাওয়ার বেদনায়।

বাংলা আধুনিক গানে গভীর শূন্যতা তৈরি করে শিল্পী তার সুরলোকে যাত্রা করেছেন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)।  

জটিলেশ্বর মুখোপাধ্যায় একাধারে সুরকার, গীতিকার ও গায়ক। এদিন দুপুরে পশ্চিমবঙ্গের ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন মাল্টি-অরগ্যান ফেলিওর হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

১৯৩৪ সালের ১৩ ডিসেম্বর চন্দননগরে জন্মগহণ করেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। ১৯৬৩ সালে মেগাফোন থেকে প্রকাশিত হয় তার প্রথম গানের ‘রেকর্ড’।  

জটিলেশ্বরের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, কেউ বলে ফাগুন/ কেউ বলে পলাশের মাস...। আমার স্বপন কিনতে পারে...। আহা ভালোবেসে এই বুঝেছি...। এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার...। কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই...। যদি সত্যিই আমি গান ভালোবেসে থাকি...। তিনি গানকে ভালোবেসেছিলেন, ভালোবাসতেও শিখিয়েছিলেন...। বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।