ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

৫০ বছর হয়েছে তা অনুভব করি না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, ডিসেম্বর ২০, ২০১৭
৫০ বছর হয়েছে তা অনুভব করি না শাহরুখ খান

চলতি বছর ৫২ বছরে পা রেখেছেন বলিউড কিং শাহরুখ খান। কিন্তু নিজের বয়স যে ৫০ বছর পেরিয়ে গেছে তা একদমই অনুভব করেন না তিনি! বলিউড সুপারস্টার নিজ মুখেই বললেন এ কথা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে শাহরুখ বলেন, আমি যখন মুম্বাইতে এসেছিলাম, তখন ভেবেছিলাম মাত্র দুই বছর এখানে কাজ করব। তারপর দিল্লিতে ফিরে যাব।

কিন্তু তা হলো না। আমি ভালোভাবেই সিনেমা শুরু করলাম এবং চোখের পলকে ২৫ বছর কাটিয়ে দিলাম। এই দীর্ঘ সময়ে অনেক কিছুই বদলে গেল।

তিনি আরও বলেন, আমি ৫০ বছর বয়সী পুরুষ তা অনুভব করি না। আমার ভক্তরা আমাকে অনেক ভালোবাসেন। তাদের সমর্থন এবং আগ্রহ আমাকে আমার মধ্যে পরিবর্তন অনুভব করায় না। আমি আমার বয়স বোধ করি না।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।