ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উপমা তোমার অভাব!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
উপমা তোমার অভাব! উপমা (ছবি: সংগৃহীত)

ইংরেজি নববর্ষকে সামনে রেখে আসছে এ প্রজন্মের গায়িকা উপমার প্রথম একক অ্যালবাম। এর নাম ‘উপমা তোমার অভাব’। সব গান সুর করেছেন বেলাল খান। ‘তোমার অভাব’ শিরোনামের গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তারা।

অ্যালবামটিতে রয়েছে মোট চারটি গান। এর মধ্যে ‘আমি চাই যারে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওটির কাজ সম্পন্ন হয়েছে।

শিগগিরই লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে আসবে এটি। এই প্রতিষ্ঠানই অ্যালবামটি বাজারে আনছে।

অ্যালবামটি প্রসঙ্গে উপমা বলেন, ‘আমার প্রথম একক অ্যালবাম প্রকাশ হচ্ছে, এজন্য খুবই আনন্দিত আমি। এখানে শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে চেষ্টা করেছি। ’

‘উপমা’র গানগুলো লিখেছেন সোমেশ্বর অলি ও রবিউল ইসলাম জীবন। সঙ্গীতায়োজন করেছেন জে.কে মজলিস ও এম. এ রহমান।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।