ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মুখোমুখি শাহরুখ ও সাইফকন্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
মুখোমুখি শাহরুখ ও সাইফকন্যা শাহরুখ খান ও সারা আলি খান (ছবি: সংগৃহীত)

অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। এতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

চমকপ্রদ তথ্য হলো- শুরুতেই বক্স অফিস লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে বলিউড বাদশা শাহরুখ খানের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

প্রথমে ২০১৮ সালের জুনে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছিলেন নির্মাতা। তবে এখন তা পিছিয়ে ২০১৮ সালের ২১ ডিসেম্বর করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনটাই ঘোষণা দিয়েছেন অভিষেক কাপুর।

অন্যদিকে, আনন্দ এল রাই পরিচালিত একটি ছবির শুটিং করছেন শাহরুখ খান। নাম ঠিক না হওয়া ছবিটিতে বামন চরিত্রে দেখা যাবে কিং খানকে। জানা গেছে- আগামী বছর একই সময়ে বড়দিন উপলক্ষে মুক্তি দেওয়া হবে ছবিটি।

এর মধ্য দিয়েই বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ খান ও সাইফকন্যা সারা আলি খান। তবে বিষয়টি নিয়ে এখনও কোন মন্তব্য করেননি কেউ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।