ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

বিনোদন

কন্যার মা হলেন সোহা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, সেপ্টেম্বর ২৯, ২০১৭
কন্যার মা হলেন সোহা সোহা আলি খান (ছবি: সংগৃহীত)

কন্যার মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোহা আলি খান। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন সোহা আলি খান ও কুণাল খেমু দম্পতি।

মেয়ের বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যশ টুইটারে কুণাল খেমু লিখেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ঘর আলোকিত করে এসেছে ফুটফুটে একটি মেয়ে। আপনাদের সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।

২০১৫ সালের ২৫ জানুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সোহা আলি খান ও কুণাল খেমু। চলতি বছরের এপ্রিলে সোহার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিক করেছিলেন কুণাল।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।