ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

দুই বছর পর ফারুকীর বিজ্ঞাপনে তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৯, জানুয়ারি ১৯, ২০১৭
দুই বছর পর ফারুকীর বিজ্ঞাপনে তিশা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা

‘সৌন্দর্য গায়ের রঙে নয়, একটু ফ্রেশ চিন্তা করুন’ মূলমন্ত্র নিয়ে ২০১৫ সালে মেরিল স্প্ল্যাশ বিউটি সোপের একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে মডেল হন নুসরাত ইমরোজ তিশা। দুই বছর পর আবার একটি বিজ্ঞাপনে  একসঙ্গে কাজ করতে যাচ্ছেন এই তারকা দম্পতি।

এবার ফারুকীর নির্দেশনায় স্ট্যান্ডার্ড ফেব্রিক্সের একটি বিজ্ঞাপনে মডেল হচ্ছেন তিশা। তিনিই থাকছেন মুখ্য চরিত্রে।

পাশাপাশি আরও কয়েকজন মডেল থাকবেন এতে। জনপ্রিয় এই অভিনেত্রী বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তার ফেসবুক পেজে লিখেছেন, ‘ভালো কিছু হতে পারে। ’

বৃহস্পতিবার বিকেলে ফারুকী বাংলানিউজকে জানান, শুক্রবার থেকে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিজ্ঞাপনটির চিত্রায়ন হবে। এর জিঙ্গেল তৈরি করছে চিরকুট ব্যান্ড। এটি গাইবেন শারমিন সুলতানা সুমি।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।