ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

এবার বেলালের সঙ্গে পড়শীর দ্বৈত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩০, জানুয়ারি ১৯, ২০১৭
এবার বেলালের সঙ্গে পড়শীর দ্বৈত পড়শী ও বেলাল খান

ক’দিন আগে ইমরান মাহমুদুলের সঙ্গে একটি দ্বৈত গান গেয়েছেন এ প্রজন্মের গায়িকা পড়শী। তাদের দ্বৈত অ্যালবাম বের হবে শিগগিরই। এবার বেলাল খানের সঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন তিনি।

‘ভাবনাজুড়ে’ শিরোনামের গানটি তৈরি হয়েছে ‘জল শ্যাওলা’ ছবির জন্য। গত ১৭ জানুয়ারি রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মহরত হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) থেকে বিক্রমপুরের তালতলায় শুরু হয়েছে জেসমিন আক্তার নদী পরিচালিত ‘জল শ্যাওলা’র দৃশ্যায়ন। এতে চিত্রনায়ক সাইমনের সঙ্গে জুটি বেঁধেছেন নবাগতা মানসী প্রকৃতি।

ছবিটিতে গান থাকবে মোট পাঁচটি। সবটার সুর ও সংগীত পরিচালনা করছেন আনোয়ার সিকদার টিটন। ‘ভাবনাজুড়ে’র কথা লিখেছেন জিয়াউদ্দিন আলম। অন্য গানগুলোর গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, খায়রুল বাশার হিরন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।