ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

দিলীপ কুমার যখন ক্রিকেট খেলতেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০৮, জানুয়ারি ৬, ২০১৭
দিলীপ কুমার যখন ক্রিকেট খেলতেন ক্রিকেট খেলার সময় দিলীপ কুমার

দিলীপ কুমার অথবা হিন্দি চলচ্চিত্র শিল্পের অন্যতম ভিত্তি- যা-ই বলা হোক না কেনো, তিনি সবারই প্রিয় ও পছন্দের মানুষ। বলিউডের বিখ্যাত কিছু ছবিতে দেখা গেছে তাকে।

তবে শুধু লাইট, ক্যামেরা, অ্যাকশন শব্দের মধ্যেই সীমাবদ্ধ ছিলো না দিলীপ কুমারের জীবন। একসময় অবসর পেলেই নিয়মিত ক্রিকেটও খেলতেন তিনি।

সেই সময়ের একটি পুরনো স্থিরচিত্র প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।

দিলীপ কুমারের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে ‘মুঘল-এ-আজম’ (১৯৬০), ‘আন্দাজ’ (১৯৪৯), ‘দেবদাস’ (১৯৫৫), ‘ফুটপাত’ (১৯৫৩) প্রভৃতি। অনেকদিন ধরে অভিনয় করছেন না তিনি।

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ কুমার। তখন ৯৪তম জন্মদিনের কেক কেটেছেন তিনি। এখন তার সবসময়ের সঙ্গী স্ত্রী সায়রা বানু।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।