ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

বাপ্পা ও মুন্নীর কণ্ঠে দেশাত্মবোধক গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, ডিসেম্বর ১২, ২০১৬
বাপ্পা ও মুন্নীর কণ্ঠে দেশাত্মবোধক গান দিনাত জাহান মুন্নী ও বাপ্পা মজুমদার

বিজয় দিবস উপলক্ষে নতুন একটি দেশাত্মবোধক গান গাইলেন বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। এর সংগীতায়োজনও বাপ্পার।

বিজয় দিবস উপলক্ষে নতুন একটি দেশাত্মবোধক গান গাইলেন বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী। এর সংগীতায়োজনও বাপ্পার।

‘বিজয় মানে ষোল ডিসেম্বর, বিজয় মানে ১৯৭১, বিজয় আমার দেশের পতাকাতে, সবুজ ঘেরা সূর্য রাঙা ভোর’ কথার গানটি লিখেছেন সহীদ রাহমান। সুর করেছেন উদয় বন্দ্যোপাধ্যায়।

গানটি নিয়ে একটি ভিডিও তৈরি হয়েছে। এতে অংশ নিয়েছেন বাপ্পা  ও মুন্নী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) টিভি চ্যানেলে ও অনলাইনে প্রকাশ হবে এটি।

এর আগে বাপ্পা ও মুন্নী ‘দারুচিনি দ্বীপ’ ছবির ‘দুঃখটাকে দিলাম ছুটি’ গানে কণ্ঠ দেন। এ ছাড়া একটি নাটকের গানও গেয়েছেন দু’জনে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।