ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

নতুন বছরে আবরামের নতুন রূপ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, জানুয়ারি ২, ২০১৬
নতুন বছরে আবরামের নতুন রূপ আবরাম

শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আবরাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভক্তদের চমকে দিতে ব্যর্থ হয় না। প্রতিটি ছবিই তার প্রতি কৌতূহল বাড়িয়ে দিচ্ছে।

এবারের ইংরেজি নববর্ষের দিন পরিপাটী স্যুটে সেজেছিলো সে।

আবরামকে দেখে তো বলিউড বাদশার আনন্দের সীমা নেই! তাই টুইটারে ছবিটি পোস্ট করেন তিনি।

নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে দুবাই গেছেন শাহরুখ। সেখানে পাম জুমেইরাহতে কে-৯৩ অট্টালিকা আছে তার।

থার্টি ফার্স্ট নাইটে খান পরিবারের সঙ্গে যোগ দেন দুই প্রজন্মের দুই অভিনেত্রী পুনম ধিলন ও জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে কালো স্যুট, সাদা শার্ট ও স্বতন্ত্র হেয়ারস্টাইলে সব আলো কেড়ে নিয়েছে আবরাম। একেই বলে বাপ কা বেটা!

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।