ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

রিয়াকে নিয়ে খুনসুঁটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, ডিসেম্বর ৩১, ২০১৫
রিয়াকে নিয়ে খুনসুঁটি রিয়া সেন

সৈকত নাসির পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’-এর দৃশ্যধারণ এখনও শেষ হয়নি। এর মধ্যে প্রকাশ করা হয়েছে ছবিটির একটি গান।

এর নাম ‘ও রিয়া’। গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন ওম ও রিয়া সেন।

পরিচালক সৈকত নাসির জানান, বছরের শেষদিন ৩১ ডিসেম্বর গানটি ইউটিউবে উন্মুক্ত করা হয়েছে। থার্টিফার্স্ট নাইটের আনন্দ বাড়িয়ে দিতে সাহায্য করবে গানটি।

‘হিরো ৪২০’ ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ‘আশিকী’খ্যাত নায়িকা নুসরাত ফারিয়া। এটি তার দ্বিতীয় ছবি। ‘হিরো ৪২০’ প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ। সৈকত নাসিরের সঙ্গে যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন কলকাতার সুজিত মন্ডল।

** ‘হিরো ৪২০’ ছবির গান ‘ও রিয়া’ :

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এসও



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।