ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

জেমস বন্ড ছবির সেরা গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, ডিসেম্বর ২০, ২০১৫
জেমস বন্ড ছবির সেরা গান অ্যাডেল

জেমস বন্ড সিরিজের ২৪টি ছবির ২৪টি গানের মধ্যে কোনটি সেরা? কোনটি বেশি প্রিয়? এটা জানতে ভক্তদের মধ্যে এক জরিপ করে ব্রিটেনের আইটিভি নেটওয়ার্ক। ভক্তরা সবচেয়ে বেশি ভোট দিয়েছে ব্রিটিশ পপতারকা অ্যাডেলের গাওয়া ‘স্কাইফল’কে।

‘স্কাইফল’ (২০১২) ছবির এই গানের সুবাদে তিনি জয় করে অস্কার, গোল্ডেন গ্লোব ও ব্রিট অ্যাওয়ার্ড।

বন্ড সিরিজের ছবির মধ্যে ভক্তদের প্রিয় গানের তালিকায় দুই নম্বরে স্থান পেয়েছে পল ম্যাককার্টনি অ্যান্ড উইংস ব্যান্ডের ‘লিভ অ্যান্ড লেট ডাই’। তিন ও চারে আছে যথাক্রমে ‘গোল্ডফিঙ্গার’ ও ‘ডায়মন্ডস আর ফরএভার’। দুটোই গেয়েছেন শির্লে ব্যাসি। পাঁচ নম্বরে জায়গা পেয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্পেক্টর’ ছবির গান ‘রাইটিংস অন দ্য ওয়াল’। এটি স্যাম স্মিথের গাওয়া।

* অস্কারে অ্যাডেলের ‘স্কাইফল’ গানটি গাওয়ার ভিডিও :


বাংলাদেশ সময়: ১৮০১ ঘন্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।