ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

বিনোদন

বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, আগস্ট ৮, ২০২৫
বাস্তবেও প্রেম করছেন ‘সাইয়ারা’ জুটি!

সিনেমা হিট হলেই সেই জুটিদের নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। সে ঐশ্বরিয়া-অভিষেক, শহীদ-কারিনা হোক কিংবা রণবীর-দীপিকা থেকে সিদ্ধার্থ-কিয়ারা অনস্ক্রিনের রোমান্স সময়ের ফাঁক গলে কখন অফস্ক্রিনে ফুটে উঠবে, সেটা বলা দায়।

এবার বলিউড পাড়ায় খবর, শুধু পর্দায় নয় আলোচিত ‘সাইয়ারা’ জুটির প্রেম নাকি ‘বাস্তব জীবন’-এও জমে ক্ষীর! একটি ভিডিওর মাধ্যমে এই গুঞ্জনের শুরু।  

কী এমন ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, পর্দার প্রেমিক অহন পাণ্ডের মায়ের সঙ্গে শপিং মলের এক বুটিকে নায়িকা অনীত পাড্ডা। সেখানে অবশ্য মধ্যমণি অহনও উপস্থিত ছিল। তাদের একসঙ্গে সেই বুটিক থেকে বেরতে দেখা যায়। তবে সেই ভিডিওর একটি দৃশ্য নিয়েই আলোচনা চলছে।

দেখা যায়, অহন তার অনস্ক্রিন নায়িকা অনীতের হাত ধরতে গেলে তিনি লজ্জায় হাত সরিয়ে নিয়ে সোজা অভিনেতার মায়ের সঙ্গে হাঁটা শুরু করেন। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নজর এড়ায়নি। অহন-অনীতের এই ‘লাজুক’ সমীকরণ কিংবা ‘প্রেম-প্রেম ভাব’ নজর এড়ায়নি অনুরাগীদের। পাশাপাশি বলিপাড়ায় গুঞ্জন, ‘সাইয়ারা’ জুটি নাকি বর্তমানে একে-অপরকে চোখে হারাচ্ছেন।

প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শকের তুমুল ভালোবাসা পেয়েছে ‘সাইয়ারা’। সিনেমার গানের সঙ্গে রীতিমতো গলা মেলাতেও দেখা গেছে দর্শকদের। সিনেমাতে অহনের অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন নবাগত অহন।

অন্যদিকে অনীতের অভিনয়ও মন জিতেছে দর্শকদের। সিনেমার প্রশংসায় পঞ্চমুখ ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খানও। সামাজিকমাধ্যমে তিনিও লেখেন, ‘অহন পাণ্ডে ও অনীত পাড্ডা তাদের প্রথম সিনেমাতেই নিজেদের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। ’ 

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।