বলিউড সুপারস্টার সালমান খান ও সঙ্গীতা বিজলানির প্রেম একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। একটি টিভি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম পরিচয়, সেখান থেকেই শুরু প্রেম।
প্রায় এক দশক সম্পর্কে ছিলেন তারা এবং বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। সঙ্গীতার কথায়, তাদের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এরপর সঙ্গীতা ১৯৯৬ সালে সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন। ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
এদিকে প্রেমের সম্পর্ক ভাঙলেও সালমান ও সঙ্গীতার মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। প্রায়ই সালমান আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও পার্টিতে সঙ্গীতাকে দেখা যায়। এবার সঙ্গীতার জন্মদিনে দেখা মিলল ভাইজানের।
প্রাক্তনের জন্মদিনে কালো টি-শার্ট ও ডেনিম জিন্সে সাধারণ অথচ স্টাইলিশ লুকে হাজির হন সালমান। তার নতুন হেয়ার কালারও নজর কাড়ে সবার। সিকিউরিটির সঙ্গে পার্টি ভেন্যুতে পৌঁছালেও ক্যামেরার সামনে বেশ চুপচাপ ছিলেন এই তারকা। তবে গেটের সামনে একটি শিশুকে দেখে থেমে যান তিনি, শিশুটির সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার সুযোগ দেন।
সঙ্গীতার জন্মদিনের পার্টিতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন বিজলানি। তিনি ইনস্টাগ্রামে সঙ্গীতা ও সালমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, শুভ জন্মদিন সঙ্গীতা বিজলানি, মিষ্টি একজন মানুষ তুমি। দিনটা আরও সুন্দর হয়ে গেল সালমান খানের সঙ্গে।
এনএটি