ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ নিয়েও আপত্তি শ্রেয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
নিজের গাওয়া ‘চিকনি চামেলি’ নিয়েও আপত্তি শ্রেয়ার

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘অগ্নিপথ’ সিনেমার ‘চিকনি চামেলি’। এতে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল।

গানটি প্রকাশের এত বছর পারও সমান জনপ্রিয়।

যে কোনও অনুষ্ঠানে শ্রেয়াকে যেমন গাইতে হয়, তেমনই ক্যাটরিনার ক্যারিয়ারের সঙ্গেও জুড়ে রয়েছে গানটি। যদিও এই গান নিয়ে নিজেই বিব্রত শ্রেয়া ঘোষাল। বেশ কিছু আপত্তিও রয়েছে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, তার হাতে এমন দ্বৈত অর্থের সব গান আছে, যেগুলো কোনওটা অশ্লীল, আবার কোনওটা লাস্যের সীমারেখায় দাঁড়িয়ে।

শ্রেয়ার কথায়, যখন দেখি ৫-৬ বছরের বাচ্চারা আমার এই গানগুলো গায়, আমি খুব বিব্রত বোধ করি। আসলে ওরা মানে না বুঝেই গানটা গায়। কারণ ওই গানগুলোতে মেয়েদের কিছুটা পণ্য করে দেখানোর চেষ্টা চলে।

এ কারণে শ্রেয়া গান বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন এখন। এমন কোনও গান বাছাই করেন না, যেখানে মহিলাদের ছোট করা হয়। তাই গানের কথা নিয়ে তিনি এখন সচেতন।

তবে একই সঙ্গে শ্রেয়া মানেন, লাস্য বা কাম নিয়ে লেখা কিছু খারাপ নয়। তবে শ্রেয়া মনে করেন এ ধরনের গান যদি মেয়েরা লিখতেন তা হলে হয়তো অনেক বেশি সতর্ক হয়ে লিখতেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।