ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাহরুখকে খুনের হুমকি, যে তথ্য এলো পুলিশের হাতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
শাহরুখকে খুনের হুমকি, যে তথ্য এলো পুলিশের হাতে

সালমান খানের পর খুনের হুমকি শাহরুখ খানকে। এর নেপথ্যে কি আলোচিত বিষ্ণোই গ্যাং? এমন প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়! কারণ বাবা সিদ্দিকির খুনের দায় স্বীকার করে নিয়ে বিষ্ণোইরা আগেভাগেই শাসানি দিয়েছে যে, ‘সালমান ঘনিষ্ঠদের এমন পরিণতিই হবে!’

নিরাপত্তার কথা মাথায় রেখে এবার তাই জন্মদিনে মান্নাতের ছাদে শাহরুখ খানকে দেখা যায়নি! তবে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকাল থেকে ফের সরগরম বলিপাড়ায়।

কারণ এবার খুনের হুমকি বলিউড বাদশাকে।

গেল ৫ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। ইন্ডিয়ান পেনাল কোড ৩০৮ (৪), ৩৫১ (৩) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে।   

একটি সূত্র নিউজ১৮-কে জানিয়েছে, শাহরুখ খানকে হত্যার হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম ফাইজান। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা তিনি। এ বিষয়ে তদন্ত করছে মুম্বাই পুলিশের একটি টিম।

হুমকিদাতা ওই ব্যক্তিকে জেরা করে যে তথ্য এসেছে পুলিশের কাছে, তা রীতিমতো চাঞ্চল্যকর।

হুমকিতে ফোনে দাবি করা হয়, বান্দ্রায় মান্নাতের বাইরে দাঁড়িয়ে সেই ব্যক্তি। ৫০ লাখ টাকা না দিলে খুন হবেন শাহরুখ খান। এদিকে, এদিন ফাইজানের বাড়িতে গিয়ে পুলিশের একটি টিম জানতে পারেন, ফাইজান নামের ওই ব্যক্তি পেশায় উকিল। গেল ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে তার মোবাইল ফোন চুরি হয়। সেই মর্মে স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করা রয়েছে।

পুলিশি জেরার মুখে পড়ে ফাইজান জানিয়েছেন, আমার চুরি করা ফোন থেকেই কেউ হমকি দিয়েছে। কারণ, ফোন চুরি হওয়ার পর থানায় অভিযোগ জানিয়েছি আমি।

তাহলে ৫০ লাখ টাকা দাবি করে শাহরুখ খানকে আসলে খুনের হুমকি দিল কে? এমন প্রশ্ন এখন ভক্তদের। শুধু তাই নয়, এমন ছকের নেপথ্যে চক্রান্তই বা কার? এ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।