ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজধানীতে আজ চার কনসার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
রাজধানীতে আজ চার কনসার্ট

রাজধানী ঢাকার সংগীতপ্রেমীদের জন্য বিশেষ দিন হয়ে এলো শুক্রবার (২০ সেপ্টেম্বর)। ছুটির দিনে রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে চারটি কনসার্ট।

যাতে অংশ নেবে দেশের জনপ্রিয় বেশ কিছু ব্যান্ড ও সংগীতশিল্পীরা।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ব্যক্তিদের সহায়তায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘স্বাধীন কণ্ঠস্বর’। এতে অংশ নেবে ব্যান্ড আভাস, আরবোভাইরাস, সাবকনশাস, তুলকালাম, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওমকার, ডোপামিন ও সংগীতশিল্পী এরশাদ জামান।

এই কনসার্টের আয়োজক থার্টি সিক্স এন্টারটেইনমেন্ট। টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। তবে ৩টি টিকিটের কম্বো প্রাইস ৫০০ টাকা। কনসার্টের পাশাপাশি সকাল থেকেই ভেন্যুতে থাকছে ছাত্র-জনতার আন্দোলনের চিত্র প্রদর্শনী।

বন্যা-পরবর্তী সংকট মোকাবিলায় তহবিল সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে বাংলার গান পরিষদ ও স্টুডিও সুরুং সাংস্কৃতিক সংগঠন। ধানমন্ডির রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘গাই বাংলার গান’ শিরোনামের এই কনসার্ট। এতে অংশ নেবে জলের গান, সর্বনাম, দ্যুলোক, সমঞ্চ গান। এ ছাড়া গান শোনাবেন সংগীতশিল্পী পিন্টু ঘোষ, বাউল শফি মণ্ডল, আরিফ বাউলসহ অনেকে। টিকিটের দাম ১০০ টাকা।  

মুক্তিযুদ্ধ জাদুঘরে বন্যার্তদের সহায়তায় টিকিট ভাই আয়োজন করেছে কনসার্ট ‘ইউনাইটেড উই স্ট্যান্ড’। এতে অংশ নেবে ব্যান্ড ইন্দালো, অ্যাভয়েড রাফা, পাওয়ার সার্জ, মেকানিক্স, বে অব বেঙ্গল, আফটারম্যাথ, ওউনড, এ কে রাহুল ও ব্ল্যাক জ্যাং এবং ড্যাডস ইন দ্য পার্ক। টিকিটের দাম ৫০০ টাকা। কনসার্ট শুরু হবে বেলা ৩টায়।

এদিকে, তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে রয়েছে সংগীতশিল্পী মিফতাহ জামানের একক কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। কনসার্টটি শুরু হবে বিকেল ৫টায়। টিকিটের দাম এক হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।