ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৫, এপ্রিল ১২, ২০২৪
ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরলেন আরিফিন শুভ

মাস তিনেক হলো সবচাইতে প্রিয়জন মাকে হারিয়েছেন আরিফিন শুভ। মাকে হারানোর বেদনায় হৃদয় ডুকরে কাঁদে সময় অসময়ে।

গত বছরও মায়ের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছিলেন। তাই মাকে ছাড়া এবারের ঈদুল ফিতরটাই বিষাদের এ চিত্রতারকার।

আর সেই বিষাদে সান্ত্বনা পেতেই ঈদে মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছেন আরিফিন শুভ। গলায় পরেছেন মায়ের চেইন।

বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দুটি ছবি পোস্ট করেছেন এ চিত্রনায়ক।  

সেখানে এক পোস্টে এসব কথা জানিয়েছেন তিনি।  

ক্যাপশনে লিখেছেন, ‘যখন অনেক কিছু বলার থাকে তখন হয়তো কিছুই বলা যায় না। মা, দেখতে দেখতে তোমার যাবার প্রায় তিনমাস। এখনো বোঝার চেষ্টা করছি যে কি হলো আসলে, আমি কী ঘুম থেকে উঠে দেখব তুমি পাশের রুমটাতেই আছো। সব কিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই, চেষ্টা চলছে। ’

তিনি লিখেছেন, ‘তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবারের ঈদে, মা। আজকে যখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না স্যার? ভালো লাগলো এই ভেবে যে, বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই ৮/৯ বছর খেয়াল করেছে। এবার তোমার গলার চেইনটা নিজেই পড়লাম। কিন্তু আমাদের ওই কমেডি করাটা আর হলো না যে, আমি চাইব আর তুমি বলবে নে। ’

সবশেষ আরিফিন শুভ লিখেছেন, ‘তোমার সঙ্গে কত গল্প করা হলো না, আর হবে না। ঈদ মোবারক মা। পৃথিবীর সব মাকে ঈদ মোবারক। ’

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।