ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

‘আহত কিছু গল্প’ নতুন পরিচয় দিচ্ছে তানযীর তুহিনকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
‘আহত কিছু গল্প’ নতুন পরিচয় দিচ্ছে তানযীর তুহিনকে তানযীর তুহিন

প্রায় দুই দশকের বেশি সময় ধরে সুর-সংগীতে শ্রোতাদের মাতিয়ে চলেছেন তানযীর তুহিন। ‘শিরোনামহীন’ ছাড়ার পর ‘আভাস’ নামের ব্যান্ড গড়েছেন তিনি।

এবার গল্পকার পরিচয়ে হাজির হতে যাচ্ছেন এই সংগীতশিল্পী।

আসছে অমর একুশে বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে তার লেখা গল্পগ্রন্থ ‘আহত কিছু গল্প’। এর আগে গীতিকার হিসেবে পাওয়া গেলেও গল্পকার তুহিনের অভিষেক হচ্ছে এবারই প্রথম।

‘আহত কিছু গল্প’ নামটি তার একই শিরোনামের একটি গান থেকে নেওয়া হয়, যেটি প্রকাশ পেয়েছিল ‘শিরোনামহীন’ ব্যান্ডের ভোকালিস্ট থাকার সময়ে। বইটি প্রকাশ পাচ্ছে কিংবদন্তি পাবলিকেশন্স থেকে। এর প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।  

বর্তমানে ব্যান্ড আভাস নিয়েই ব্যস্ত সময় পার করছেন তুহিন। সর্বশেষ ব্যান্ডটি প্রকাশ করেছে ‘ক্যামেরা’ নামে একটি নতুন গান। এর আগে ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘অনাথ’সহ বেশ কিছু গান প্রকাশ করেছেন তারা।

জানা গেছে, শিগগিরই দুটি নতুন গান নিয়ে আসছে ব্যান্ডটি। একটি গানের শিরোনাম ‘সত্তা’। অন্যটির শিরোনাম এখনও ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।